আসানসোলে মহিলা বাহিনীর রুটমার্চ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলে মহিলা বাহিনীর রুটমার্চ

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে জোড় কদমে চলছে ভোটের প্রস্তুতি। অপরদিকে ভোটের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। এবার সেই লক্ষ্যে কেন্দ্র বাহিনীর রুটমার্চ করা হল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা কলোনিতে। রুটমার্চ  করতে দেখা গেল মহিলা কেন্দ্র বাহিনীকে। মহিশিলা বটতলা বাজার থেকে শুরু করে আসানসোল হসপিটাল মোর পর্যন্ত এদিন রুটমার্চ করা হয়।