/anm-bengali/media/post_banners/nAHbIFxDUV7PqEb56BDD.jpg)
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ ফের ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়কে। বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে গঙ্গাজলঘাটির শালী পুলের কাছে। জানা গিয়েছে, একটি ১০ চাকা সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। বাঁকুড়া থেকে গাড়িটি আসছিল। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গাড়ি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে দীর্ঘ সময় পর্যন্ত খালাসির খোঁজ পাওয়া যায়নি, অবশেষে ভোর চারটে নাগাদ গাড়ি চাপা পড়া অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রশ্ন উঠছে​জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় শালী নদীর ওপর কেন এই সংকীর্ণ সেতু ? এই সেতু দ্রুত সম্প্রসারণ হোক দাবি তুলছেন সাধারণের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us