লরির ধাক্কায় আহত এক বিশালাকার পেঁচা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লরির ধাক্কায় আহত এক বিশালাকার পেঁচা

নিজস্ব সংবাদদাতাঃ ডেবরায় লরির ধাক্কায় আহত বিশালাকার পেঁচা। বর্তমানে স্থানীয়রা পেঁচাটিকে উদ্ধার করে  চিকিৎসা চালাচ্ছে। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ। ডেবরা পথের সাথীর কাছে ১৬ নং জাতীয় সড়কে রাস্তা পারাপার করতে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে পেঁচাটির। যার ফলে ডানা ভেঙে যায় পেঁচাটির। তৎক্ষনাৎ স্থানীয়রা পেঁচাটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করে। বর্তমানে এক ব্যাক্তির বাড়িতে রয়েছে পেঁচাটি। খবর দেওয়া হয়েছে বন দফতরকে।