New Update
/anm-bengali/media/post_banners/jvuMKecooQTaLfvMxuvc.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে এক পরিত্যক্ত বন্ধ ইস্পাত কারখানার ভিতরে থেকে তাজা বোমা উদ্ধার হল। তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ বাহিনী। ব্যাগভর্তি বোমার মধ্যে দুটি বোমা দেখা গেলও ব্যাগের ভেতর আরও কয়েকটি বোমা রয়েছে বলে মনে করছে পুলিশ।
অন্যদিকে এই কারখানার শেষপ্রান্তে রয়েছে রেললাইন। যাতায়াত করছে লোকাল, এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন৷ স্বভাবতই ব্যাগভর্তি বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us