/anm-bengali/media/post_banners/UAI65tsldHytQiBDOY2j.jpg)
নিউজ ডেস্ক , ঝাড়গ্রামঃ পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে সোমবার সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এবিএস মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করা হয়। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিকের নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থক বৃন্দরা। জেলা ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিক বলেন, "পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মত মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছি আমরা। যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ বাড়ছে। এর ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে। অথচ কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার চুপ করে বসে রয়েছে। তাই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ওই মিছিলের আয়োজন করা হয়েছে"। তিনি সর্বস্তরের মানুষকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, "পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রতিদিন বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। তাই প্রতিটি মানুষের উচিৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়া"। সেই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যদি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম না কমায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us