নাকা চেকিং এ উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নাকা চেকিং এ উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ ৬ লক্ষ ৬৭ হাজার টাকা উদ্ধার জুবলি নাকা চেকিং পয়েন্ট থেকে। লোকসভা উপ নির্বাচনের আগে গোটা আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং । সোমবার আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলার সময় পাঁচগেছিয়ার বাসিন্দা সোমনাথ রায়ের কাছ থেকে এই টাকা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। তবে এদিন সোমনাথ জানান, তিনি অসুস্থ, চিকিৎসার জন্য তার বন্ধুর কাছ থেকে এই টাকা ধার করে নিয়ে আসছিলেন তিনি। এদিন নাকা চেকিং স্থলে থাকা এক সরকারি আধিকারিক কিশোর প্রসাদ মান্ডি বলেন, নাকা চেকিং চলার সময় এক বাইক চালককে তল্লাশি চালানোর সময় ওনার কাছ থেকে ৬ লক্ষ ৬৭ হাজার টাকা উদ্ধার হয়। উপযুক্ত কাগজ দেখাতে পারলে ওনার টাকা উনি ফেরত পাবেন, না হলে সরকারি তহবিলে এই টাকা জমা পড়ে যাবে।