কুশপুতুলে আগুন দিলে তা নেভাতে তৎপর পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কুশপুতুলে আগুন দিলে তা নেভাতে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ বনধ সমর্থনকারীরা কুশপুতুলে আগুন দিলে তা নেভাতে তৎপর রাজ্য পুলিশ। আজ সোমবার দেশব্যাপি ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ের রাজ্য সড়কে বাম সর্মথকরা অবরোধ করা মাত্রই নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্য সড়কের ওপর নরেন্দ্র মোদির কুশপুতুল জ্বালাতেই আগুন নেভানোর জন্য তৎপর হয় পুলিশ। পুলিশকে বাঁধা দেয় বনধ সমর্থনকারীদের একাংশ। শুরু হয়ে যায় পুলিশের সাথে আন্দোলনকারীদের বচসা, ধস্তাধস্তি। এছাড়াও অবরোধ তুলতে গেলে পুলিশকে বাঁধা দেওয়া হয়। এরফলে আহত হয় এক পুলিশ কর্মী। যদিও কারোর আহত হওয়ার খবর স্বীকার করতে চায়নি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ ব্যানার্জী। সবটাই নাটক অভিযোগ, সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে।