প্রশস্ত বাসস্ট্যান্ড নির্মাণের দাবি বালিচক স্টেশন উন্নয়ন কমিটির

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রশস্ত বাসস্ট্যান্ড নির্মাণের দাবি বালিচক স্টেশন উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, বালিচকঃ বালিচকে প্রশস্ত বাসস্ট্যান্ড নির্মাণের দাবি বালিচক স্টেশন উন্নয়ন কমিটির। উদ্যোগ গ্রহণের আশ্বাস বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবিরের।  ২৭ মার্চ ডেবরার 'পথসাথী'-তে বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে বালিচকে প্রশস্ত একটি বাসস্ট্যান্ডের নির্মাণের দাবি জানালো বালিচক স্টেশন উন্নয়ন কমিটির। কমিটির পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে দেখা করেন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী এবং রিনা সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির আরেক যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভূঞ্যা, কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শিবু দাস, ডক্টর এসকে বেরা, চতুর্ভুজ মাইতি এবং দীপঙ্কর ভট্টাচার্য্য। কমিটির কার্যনির্বাহী বডির অন্যতম সদস্য রিনা সামন্ত বলেন, "মাননীয় বিধায়কের কাছে আমরা বালিচকে প্রশস্ত একটি বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানালে তিনি যথাযথ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি তিনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব হবে। আমরা আশাবাদী তিনি নিশ্চয়ই তাঁর দিক থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন"।

 কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী এবং বিশ্বজিৎ ভূঞ্যা হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন,"আমরা বালিচক রেল স্টেশনে প্রশস্ত একটি বাস স্ট্যান্ড নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত ১৪ মার্চ আমরা খড়গপুরে ডিআরএম মনোরঞ্জন প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবিটি তুলে ধরি। ডিআরএম জানিয়েছিলেন, রেলের এলাকায় বাস স্ট্যান্ড গড়ে তুললে রেলের আপত্তি নেই। তবে রাজ্য প্রশাসনকে অর্থাৎ জেলাশাসককে রেল দফতরে চিঠি লিখে আবেদন জানাতে হবে। তার ভিত্তিতে রেল জায়গা দেবে। রাজ্যকে সেটি নির্মাণ করে নিতে হবে নিজের খরচায়। তার পরিপ্রেক্ষিতে আমরা আজ আমাদের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের দাবি জানাই। তিনি যাতে জেলার ডিএম এর সঙ্গে এ ব্যাপারে কথা বলেন এবং ডিএম যাতে রেল দফতরে এ ব্যাপারে চিঠি লিখে উদ্যোগ গ্রহণ করেন সে ব্যাপারে তাঁকে অনুরোধ জানালে মাননীয় হুমায়ুন বাবু প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। আমরা আশা করি মাননীয় বিধায়ক এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব হবে। আগামী ১ এপ্রিল, শুক্রবার, আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে ডেবরা ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেবো। তারপর জেলাশাসকের দফতরে একইভাবে আমরা ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করব। যতদিন না এই দাবি বাস্তবায়িত হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব"। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ কর। তিনিও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন কমিটিকে।