প্রানে বাঁচলেন ডেবরার তৃণমূল পঞ্চায়েত সদস্যা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রানে বাঁচলেন ডেবরার তৃণমূল পঞ্চায়েত সদস্যা

নিজস্ব সংবাদদাতাঃ  অল্পের জন্য প্রানে বাঁচলেন ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের চকমানু বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা লক্ষীরানী টুডু। সোমবার সকালে বাড়ির ভেতরে মেয়েকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন তিনি। 

সেইসময় হঠাৎই আস্ত একটি গাছ বাড়ির ওপর হুড়মুড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য রক্ষা পান পঞ্চায়েত সদস্যা।পঞ্চায়েত সদস্যা জানান, বাড়ির পেছনে একটি গাছ কাটা চলছিল। সেই গাছটিই বাড়ির দিকে পড়ে যায়। এরফলে বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।