ধর্মঘটকে সফল করতে ঝাড়গ্রাম শহরে বামেদের মিছিল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ধর্মঘটকে সফল করতে ঝাড়গ্রাম শহরে বামেদের মিছিল

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে ২ দিনের সাধারণ ধর্মঘটকে সফল করতে ঝাড়গ্রাম শহরের বুকে রবিবার এক বিশাল মিছিল করল সিপিআইএম। কেন্দ্র ও রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে মোট ১২ দফা দাবির ভিত্তিতে আগামী ২৮ শে মার্চ ও ২৯ শে মার্চ ২ 'দিন সারা ভারত বনধের ডাক দিয়েছে বামেরে। এদিন ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন সিপিআইএম এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় থেকে এক বিরাট মিছিল বের হয়। বাম নেতাদের দাবি, এদিনের মিছিলে হাজারেরও ওপরে মানুষ হাজির ছিল। স্টেশন থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে বাম সমর্থকরা। সিপিআইএম এর মিছিলের পাশাপাশি পৃথকভাবে বনধের সমর্থনে ঝাড়গ্রামে এসইউসিআইকে মিছিল করতে দেখা যায়। > এছাড়াও গোপীবল্লভপুরে ঝাড়গ্রাম জেলা বাম সম্পাদক প্রদীপ সরকারের নেতৃত্বে বনধের সমর্থনে মিছিল সংঘটিত হয়।