সুপার কম্পিউটার প্রকল্প চালু হল আইআইটি খড়গপুরে রাজ্যপালের হাত দিয়েই সূচনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সুপার কম্পিউটার প্রকল্প চালু হল আইআইটি খড়গপুরে রাজ্যপালের হাত দিয়েই সূচনা

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ উচ্চ ক্ষমতাযুক্ত সুপার কম্পিউটার প্রকল্প চালু হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। এই সুপার কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, 'পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম'। আজ খড়গপুর আইআইটি এই কম্পিউটার ব্যবস্থার- সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় । এছাড়াও নেতাজি অডিটরিয়ামে খড়গপুর আইআইটি'র প্রাক্তনীদের বিশেষ সম্মান দিয়ে সম্মানিত করা হল । জাগদীপ ধনখড় ছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি ড়িরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি ও অন্যান্যরা । উল্লেখ্য, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নয়ন এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি তে 'পরম-প্রভেগা' নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।