New Update
/anm-bengali/media/post_banners/r6HqSVwFmtnCrX7gVnyY.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মেন গেট এলাকায় বসন্ত উৎসব উপলক্ষে বৃহস্পতিবার একটি প্রভাতফেরির আয়োজন করেন। প্রভাতফেরিতে অংশ নেন পুরসভার মেয়র পারিষদ রাখী তিওয়ারি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লাভলী রায়। এদিন প্রভাতফেরিতে এলাকায় ক্ষুদে শিশু থেকে সর্বস্তরের মহিলারা অংশ নেন। বসন্ত উৎসবের পদযাত্রার পাশাপাশি নৃত্য পরিবেশন করেন। বসন্তের গান বাজিয়ে নানান রঙের আবির খেলে বসন্ত উৎসব শেষ হয়। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ধর্মেন্দ্র যাদব বলেন, "এদিন আমরা বসন্ত উৎসব উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করেছিলাম। এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us