নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে ভরাডুবির জেরে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দলের একটি সূত্র জানাচ্ছে সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পর সংশ্লিষ্ট রাজ্যগুলির দলীয় সংগঠনের বড় রদবদল করা হতে পারে। সে কারণেই এই পদত্যাগের নির্দেশ বলে জানা গিয়েছে।