ভ্যাকশিন নিতে গিয়ে কি কান্ড করলেন দেখুন বৃদ্ধা!

author-image
Harmeet
New Update
ভ্যাকশিন নিতে গিয়ে কি কান্ড করলেন দেখুন বৃদ্ধা!

​নিজস্ব সংবাদদাতাঃ একজন স্বাস্থ্যকর্মী এবং সম্ভবত মহিলার এক আত্মীয় তাঁকে ধরে রেখেছেন। কিন্তু সূচ নিয়ে অন্য স্বাস্থ্যকর্মী তাঁর দিকে এগোলেই চিলচিৎকার জুড়ে দিচ্ছেন মহিলা। কোনওভাবেই আশ্বস্ত করা যাচ্ছে না তাঁকে। এদিকে মহিলা শান্ত না হলে, তাঁকে ইঞ্জেকশন দেওয়া মুশকিলের ব্যাপার। শেষ পর্যন্ত আরও এক স্বাস্থ্যকর্মী এসে মহিলার পা চেপে ধরেন। পাশ থেকে এগিয়ে আসেন আরও একজন। চারজন মিলে কার্যত চেপে ধরার পর শেষ পর্যন্ত ভ্যাকসিন দিতে পারেন ওই স্বাস্থ্যকর্মী।

এই ভিডিয়ো দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজ়েনরাও। অনেকেই বলেছেন, সূচে এরকম ভয় পেতে সচরাচর কাউকে দেখা যায় না।