/anm-bengali/media/post_banners/KkDa8CfxvH21A0M0VBhr.jpg)
নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ উত্তর প্রদেশের বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো নিয়ে শুক্রবার বেলা বারোটা নাগাদ পাণ্ডবেশ্বর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে এলাকায়। পাণ্ডবেশ্বর কলেজের কনভেনার তথা ওয়েবকুপার সদস্য ডক্টর আবির ভট্টাচার্য জানান, "বারাণসীতে বিজেপি তথা যোগীর সরকার যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে সেটা এক কথায় নিন্দনীয় বিষয়।" এছাড়াও তিনি জানান "বিজেপি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে কারণ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই ভয়েই বিজেপি এ ধরনের জঘন্য কাজ করেছে।" এহেন কাজের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে আজ পাণ্ডবেশ্বর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ও ওয়েবকুপারের যৌথ সহায়তায় এলাকায় এক ধিক্কার মিছিল করা হয়। পাণ্ডবেশ্বর থানার কাছ থেকে মিছিলটি শুরু হয় এবং শেষ হয় পাণ্ডবেশ্বর কলেজে গিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us