কৃষ্ণা নগরীর শুভ সূচনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কৃষ্ণা নগরীর শুভ সূচনা

দুর্গাপুর, হরি ঘোষ -যে কোন মানুষের স্বপ্ন , নিজের একটুকরো জমিতে মাথা গোঁজার জায়গা। এই স্বপ্ন পূরন করতে লেগে যায় কয়েক দশক। তাও অনেক সময়ই তা পূরণ হয়ে ওঠেনা। সাধ আর সাধ্যের মধ্যে ফারাক থেকেই যায়। এবার সেই সাধ পূরনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে কৃষ্ণা নগরীর মধ্য দিয়ে। নিজের জন্মদিনে কেক কেটে কৃষ্ণা নগরীর শুভ সূচনা করলেন বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণা প্রসাদ। দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন জাতীয় সড়কের ধারে গ্যামন এলাকায় ২১ বিঘে জমির ওপর কৃষ্ণা নগরীর শুভ সূচনা হল। প্লট,ডুপ্লেক্স , বহুতল বিশিষ্ট আবাসন ও বানিজ্যিক ভবন তৈরী হবে এই নগরীতে। সংস্থার পক্ষে দাবি করা হয়েছে যে অত্যন্ত সুলভ মুল্যে এই জমি পাওয়া যাবে এবং ব্যাঙ্ক লোনেরও সুব্যবস্থা থাকবে। শহরের প্রানকেন্দ্র সিটিসেন্টার মাত্র ১৫ মিনিট , হাতের নাগালে অন্ডাল বিমানবন্দর ,এবং উপযুক্ত পরিবেশ কৃষ্ণা নগরীকে আলাদা মাত্রা এনে দেবে বলে বিশ্বাস সংস্থার কর্নধারের। এ ছাড়াও প্লট কেনাকাটার ওপর রয়েছে আকর্ষনীয় উপহার বলে জানান কৃষ্ণা প্রসাদ। স্বভাবতই দোল উৎসবের প্রাক্কালে শহরের মুকুটে আরও একটি নতুন পালক যে যোগ হল তা বলাই বাহুল্য।