নিজস্ব সংবাদদাতা : নজরে এবার মণিপুর নির্বাচন। ইম্ফলে প্রচার শুরু কংগ্রেসের। বিজেপি ও আরএসএস শ্রেষ্ঠত্ব বোধ নিয়ে মণিপুরে যায় বলে নির্বাচনী প্রচার থেকে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, ''বিজেপি এবং আরএসএস যখন মণিপুরে আসে, তারা সম্মানের সাথে আসে না, তারা বোঝার মত মন নিয়েও আসে না, তারা শ্রেষ্ঠত্ব বোধের সঙ্গে আসে। আমি যখন এখানে আসি, আমি শ্রেষ্ঠত্বের অনুভূতি নিয়ে আসি না, আমি নম্রতার সাথে আসি। আমি নম্রতার সাথে এসেছি কারণ আমি বুঝতে পারি যে আপনার অনেক কিছু দেওয়ার আছে, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। বিভিন্ন উপত্যকা থেকে, পাহাড় থেকে, এখানকার প্রত্যেকের কাছ থেকে শিখতে পারি।''