/anm-bengali/media/post_banners/AiDrCyrP9ToR4aJLriJq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিংহ- সংযত থাকতে হবে। মানসিক শান্তি লাভের চেষ্টা করুন। কোনও রাজনীতিবিদের সঙ্গে দেখা হতে পারে। কোনও সম্পত্তি থেকে আয়ের পথ প্রশস্ত হবে। শিক্ষা সংক্রান্ত কাজে মন বসবে। আত্মবিশ্বাস কম থাকবে। নিজের ভাবনাচিন্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাবার সঙ্গে মতভেদ হতে পারে। সন্তানের থেকে সুখ মিলবে।
কন্যা- মানসিক শান্তি থাকবে। কথাবার্তায় মাধুর্য থাকবে। পরিবারের সুখ-সুবিধার প্রতি নজর দিন। খরচ বাড়বে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। আয়ের নয়া উৎস উন্মোচিত হবে। কিন্তু খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পারিবারিক জীবন সুখকর হবে। যাত্রার যোগ তৈরি হচ্ছে।
তুলা- মন ভালো থাকবে। কলা এবং সংগীতে মন বসবে। চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব পেতে পারেন। বাবা এবং মায়ের সান্নিধ্য মিলবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। রক্ত সংক্রান্ত শারীরিক সমস্যা হতে পারে। বাবার সহযোগিতা পাবেন।
বৃশ্চিক- সংযত থাকতে হবে। অকারণে ঝামেলায় জড়াবেন না। পরিবারের কোনও বয়স্ক মহিলাদের থেকে টাকা পেতে পারেন। কোনও ধর্মীয় কাজের জন্য যাত্রায় যেতে পারেন। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন। মন অশান্ত থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us