পুলিশের বাধার মুখে ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুলিশের বাধার মুখে ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই

হরি ঘোষ-কর্মসংস্থানের, শিল্পনগরী রক্ষার, কর্মরত যুবকদের নূন্যতম বেতনের দাবিতে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে স্বারকলিপি জমা দিতে এসে পুলিশের বাধার মুখে বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই। 



সারা দেশ জুড়ে এই দাবিকে সামনে রেখে মিছিলের মাধ্যমে মহকুমা শাসক দপ্তরে চলছে ডেপুটেশন।মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটিসেন্টারের (CITU)-র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। দুর্গাপুরের মহকুমাশাসক দপ্তরের কাছে মিছিলটি পৌঁছালে পুলিশ মিছিল আঁটকে দেয়। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব‍্যট ফোর্স মোতায়েন ছিল। 

বাম ছাত্র সংগঠনের অভিযোগ এই দিনেই খুন হয়েছিল মইদুল মিদ‍্যা। সেই সব খুনিরা এখনো গ্রেফতার হয়নি বলেও অভিযোগ। শাসক দলের মদতে চলছে পুলিশের অরাজকতা। তুমুল প্রতিবাদ জানানো হয় এই মিছিলের মধ্যে দিয়ে।