হরি ঘোষ,দুর্গাপুর : প্রতিবছর দুর্গাপুর শহরে ভ্যালেন্টাইনস-ডে-এর আগের দিন সন্ধ্যা থেকেই গোলাপ ফুল কেনার হিড়িক পড়ে যেত বিভিন্ন ফুলের দোকানে। কিন্তু এবছর ব্যবসায়ীদের মাথায় হাত। এত টাকার গোলাপ কিনে আনার পর বিক্রি নেই সেভাবে। যেমন বিক্রি নেই গোলাপের তেমনি অন্যদিকে পার্কেও যুগলদের ভিড় চোখে পড়ছে না। অনেকে মনে করছেন একদিকে আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা যেমন কারণ অন্যদিকে আসানসোল পুরসভার আজ ফলাফলের দিন। বেশিরভাগই এই প্রজন্মের যুবক-যুবতীরা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য ব্যস্ত রাজনীতির প্রাঙ্গনে। আবার কেউ ব্যস্ত এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করতে। তাই এবছর ভ্যালেন্টাইনস-ডে সেই ভাবে পালনের ক্ষেত্রে অনীহা রয়েছে অনেকেরই। মোবাইল ফোনের মাধ্যমে তাই ভালোবাসার আদান-প্রদান সেরে নিচ্ছে অনেকেই।