দুর্গাপুরে এবারে মাছের মেলা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্গাপুরে এবারে মাছের মেলা!


হরি ঘোষ,দুর্গাপুরঃ নামেই আছে 'মাছে ভাতে বাঙালি'। খাদ্য রসিক বাঙালির পাতে ভাত,ডাল, সবজি তার সাথে মাছের ঝোল হোক বা মাছ ভাজা, আর মাছের টক হলে আর একটু ভাল জমে। এবার শহর দুর্গাপুরের বুকে অভিনব মাছের মেলা। রুই, কাতলা, ভেটকি, পমফ্রেট, ট্যাংরা, কাতলা সহ ২২ রকমের মাছের রান্নার উপকরণ রয়েছে মেলায়। লাগছে না টাকা। সম্পূর্ণ বিনামূল্যে। দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ, জানান উদ্যোগতারা। শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন আসে এবং পেট পুরে মাছ আর ভাত খেয়ে একটু আনন্দ উপভোগ করে। এই মেলার উদ্বোধন করেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা অপূর্ব মুখার্জি, নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল সহ অন্যান্য পুরপিতা এবং পুরমাতারা। একদিনের মেলায় চরম উৎসাহ উদ্দীপনা দেখা যায় শহর বাসীর মধ্যে।