নিজস্ব সংবাদদাতাঃ ১৩ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবে সূর্য। কুম্ভ রাশিতে গ্রহের রাজার গোচর হবে। অন্যদিকে এই রাশিতে আগে থেকেই উপস্থিত রয়েছেন জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষ অনুযায়ী, এই দুই গ্রহের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই কুম্ভে সূর্য ও বৃহস্পতির যুতির ফলে মেষ, বৃষ, মিথুন এবং মকর এই ৪ রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। হবে অর্থলাভ।