New Update
/anm-bengali/media/post_banners/o44qLLowMqz4vba9gYwm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দুত্বকে সমর্থক বলে দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার হায়দরাবাদে সন্ত রামানুজের জন্মবার্ষিকী অনুষ্ঠানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ভাগবত। বলেন, হিন্দুদের ভাল মানেই রাষ্ট্রের ভাল। এদিন মোহন ভাগবত দাবি করেন, গত এক হাজার বছর ধরে যারা হিন্দুদের ধ্বংস করার চেষ্টা করেছিল, আজকে তারাই গোটা পৃথিবীতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এরপর ভাগবত বলেন, “হিন্দু হিত মানে রাষ্ট্রীয় হিত। এই ভাবনাকে অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের। এই ভাবনার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং যোগ্য দেশ হয়ে উঠতে পারব। যাবতীয় দুর্বলতাকেও ঝেরে ফেলা সম্ভব হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us