খুলছে স্কুল-জিম, সরকারি অফিসে ১০০% হাজিরায় অনুমতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খুলছে স্কুল-জিম, সরকারি অফিসে ১০০% হাজিরায় অনুমতি


নিজস্ব সংবাদদাতাঃ

খুলছে স্কুল-জিম, সরকারি অফিসে ১০০% হাজিরায় অনুমতি। এমনটাই ঘোষণা করল দিল্লির সরকার। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা ডিডিএমএ আগামী সপ্তাহে জিম, সুইমিং পুল এবং স্পা পুনরায় খোলার অনুমতি দিয়েছে। রাত্রিকালীন কারফিউয়ের মেয়াদ এক ঘন্টা কমিয়ে আনা হয়েছে; এটি এখন রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করা হয়েছে। এর আগে রাত ১০টা থেকে নাইট কারফিউ শুরু হয়।



পর্যায়ক্রমে স্কুলগুলো পুনরায় খোলা যাবে- নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৭ ফেব্রুয়ারি থেকে চলতে পারে এবং যেসব শিক্ষকের টিকা নেই তারা ক্লাস নিতে পারবেন না। ১৪ ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে ৮ পর্যন্ত ক্লাস পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।