দোকান বন্ধ রাখেন গড়িয়াহাট পুরবাজারের ব্যবসায়ীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দোকান বন্ধ রাখেন গড়িয়াহাট পুরবাজারের ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতাঃ তোলাবাজি, মদ-জুয়ার আসর-সহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ব্যবসা বন্ধের ডাক গড়িয়াহাট পুর ব্যবসায়ী সমিতির। আজ কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরবাজার বন্ধ। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে নিয়মিত তোলাবাজি হয়। মদ-জুয়ার আসর বসে। অসুবিধায় পড়েন ক্রেতা-বিক্রেতারা। এ নিয়ে পুরসভাকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি বলে ব্যবসায়ীদের দাবি। প্রতিবাদে এদিন দোকান বন্ধ রাখেন গড়িয়াহাট পুরবাজারের ব্যবসায়ীরা।