পুলিশের জালে ৫ তামা পাচারকারী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুলিশের জালে ৫ তামা পাচারকারী

হরি ঘোষ,দুর্গাপুর : শনিবার রাত্রে ঝাড়খন্ড পুলিশ ৫ তামা পাচারকারীকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়। ধৃতদের নিয়ে যাওয়া হয় ঝাড়খন্ডের চাকুলিয়া থানায়। দুর্গাপুর থানার অধীনস্থ মায়াবাজার ওল্ড কোর্ট মোড় এবং আমরাই এলাকা থেকে শনিবার রাত্রে ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের আমরাই এবং মায়াবাজার ওল্ড কোর্ট মোড়ে অভিযুক্তদের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনোজিৎকুমার রাম, চিনময় ধীবর, রাজকুমার চৌধুরী, অরুণ রায় ও ইয়াসিন মহম্মদ। ধৃতরা দুর্গাপুরের একটি লোহা কাটা সংস্থায় কাজ করত বলে জানা গিয়েছে। চলতি মাসের 24 তারিখ ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার একটি কারখানা থেকে ৬ টন তামা পাচার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়। ওই কারখানার কতৃপক্ষ ঝাড়খণ্ডের চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।