কয়লার ডিও-র দখল নিয়ে ঝামেলা, উদ্ধার তাজা বোমা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কয়লার ডিও-র দখল নিয়ে ঝামেলা, উদ্ধার তাজা বোমা!

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: কয়লার ডিও-র দখল নিয়ে ঝামেলা আর সেই ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে অন্ডাল থানার সিদুলি রেলগেট এলাকায় । ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয় বলে সূত্রের খবর ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অন্ডাল থানার সিদুলি রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয় দুটি তাজা বোমা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কয়লার ডিও (ডেলিভারি অর্ডার ) -র দখলকে ঘিরে ঝামেলার সূত্র। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিদুলি রেলগেট সংলগ্ন রঞ্জিত বর্ণওয়ালের দোকানের সামনে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুই গোষ্ঠীর লোকজন। রঞ্জিত বর্ণওয়ালের দোকানের সামনে থেকে পুলিশ উদ্ধার করে দুটি তাজা বোমা। বোমাগুলো কেন মজুদ করা হয়েছিল তদন্ত করে দেখছে পুলিশ।