হরি ঘোষ,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা আদালত চত্ত্বরে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি অভিযান শুরু হল। এই অভিযান দুর্গাপুরের সমস্ত মল ও স্টেশন চত্ত্বরেও শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার স্বার্থে বেশ কিছু এলাকায় এই অভিযান রাত পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এছাড়াও জনবহুল এলাকা গুলিতেও বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়।