এক ব্যাক্তির অসত উদ্দেশ্য বুঝতে পেরে তাকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এক ব্যাক্তির অসত উদ্দেশ্য বুঝতে পেরে তাকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের

হরি ঘোষ, জামুড়িয়া: অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে মহিলার চিৎকার। যার জেরে যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। এখনও পর্যন্ত পুলিশের কোন লিখিত অভিযোগ হয়নি। পুলিশ সূত্রে খবর পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভায় চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিচুড়িয়া গ্রামের এক মহিলা চিচুড়িয়া পচাবাঁধ রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল চিচুড়িয়া মোড়ের উদ্দেশ্যে । সেই সময় নিউ হাঁসডিহা গ্রামের এক ব্যক্তি(সঞ্জয় বাউড়ি) বাইক নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল।মহিলাটি ওই গাড়িটিকে থামিয়ে চিচুড়িয়া মোড়ের উদ্দেশ্যে লিফট চায়।  ওই ছেলেটি ওই মহিলাটিকে লিফট দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যায় এমন অবস্থায় ওই গাড়িটি চিচুড়িয়া মোড়ে না থামিয়ে মহিলাটিকে অসৎ উদ্দেশ্যে NH 60 রোড দিয়ে পাঞ্জাবি মোড়ের দিকে বেরিয়ে যায় ।মহিলাটি তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে জোরে জোরে চিৎকার করতে থাকে এমন সময় ওই গাড়িটি যখন কেন্দা ফাঁড়ি পেরিয়ে জামুরিয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেস কার্যালয় ক্রস করে তখন তৃণমূল কংগ্রেসের কিছু সদস্য ওই মেয়েটিকে লক্ষ্য করে এবং তারা তড়িঘড়ি ওই গাড়িটিকে আটক করে মেয়েটিকে বাঁচায় এবং মেয়েটি তার ক্ষোভ উগরে দেয় ওই ছেলেটির উপর ।পরে ওই মেয়েটিকে ঘর পাঠিয়ে ছেলেটিকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।