সিংহ থেকে বৃশ্চিক রাশির মঙ্গলবার কেমন কাটবে?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সিংহ থেকে বৃশ্চিক রাশির মঙ্গলবার কেমন কাটবে?

নিজস্ব সংবাদদাতাঃ সিংহ- মনে নৈরাশ্য থাকবে। অসন্তোষ থাকবে। ধৈর্য কম থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে শুভ ফল পাবেন। যাত্রায় যেতে পারেন। পরিবারের দায়িত্ব বাড়তে পারে। মায়ের সঙ্গে মতভেদের সম্ভাবনা আছে। জীবনযাত্রা কষ্টকর হতে পারে। গাড়ি কিনতে পারেন।

কন্যা- কথাবার্তায় মাধুর্য থাকবে। মন অশান্ত থাকবে। নিজের ভাবনাচিন্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। আত্মীয়রা আপনাকে সম্মান করবে। ভাই বোনের সহায়তা মিলবে। পোশাকের জন্য খরচ বাড়বে। জীবনযাত্রা কষ্টকর হতে পারে। ঝগড়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

তুলা- মনে শান্তি থাকবে। মনে নেতিবাচক চিন্তাভাবনা থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। বাবার সান্নিধ্য পাবেন। আত্মবিশ্বাস কম থাকবে। চাকরিতে ইচ্ছার বিরুদ্ধে বাড়তি কোনও দায়িত্ব পেতে পারেন।

বৃশ্চিক- সাবধানে গাড়ি চালান। কোনও দামী জিনিস হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। আর্থিক অবসাদ থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।