স্কুল বন্ধ,পড়াশোনা চালু রাখতে গাছতলাতেই ক্লাস,কিন্তু তাতেও শুরু হয়েছে বাধা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্কুল বন্ধ,পড়াশোনা চালু রাখতে গাছতলাতেই ক্লাস,কিন্তু তাতেও শুরু হয়েছে বাধা

দিগবিজয় মাহালী, ডেবরা: করোনা পরিস্থিতির জেরে প্রাথমিক স্কুলের দরজা বন্ধ গত প্রায় দু’বছর ধরে। পড়ানো বন্ধ থাকায় শিশুদের লেখাপড়া নিয়ে উদ্বেগে শিক্ষক ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে স্কুলের গাছতলাতেই ক্লাস নেওয়া শুরু করে দিয়ে‌ছেন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।
ডেবরা ব্লকের জোতহাড়ো জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উদ্যোগে এভাবেই পড়াশোনা শুরু হয়ে‌ছে চলতি মাসের প্রথম থেকে। শিশু থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১১০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পালা করে ক্লাস চলছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন এক একটি ক্লাসের পড়ুয়াদের নিয়ে ক্লাস চলছে গাছের তলায়। গাছের তলায় আসন পেতে ওই ক্লাস চলে। ক্লাস নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি, সহ-শিক্ষক অরুপ ভর্ট্টাচার্য।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা, ইংরাজি, অঙ্ক সহ বিভিন্ন বিষষের ক্লাস হয়।কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশ হতে উচ্চ বিভাগ থেকে নিষেধাজ্ঞা আসতে শুরু হয়েছে শুক্রবার বিকেলে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতির কাছে ফোনে ওপর থেকে নির্দেশ আসে। করোনা পরিস্থিতিতে এই ভাবে পঠন পাঠন চালানো যাবে না।  কদিন পর স্কুলের জমিদাতাদের নিয়ে একটি সংবর্ধনা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানেও এক প্রকার না নির্দেশ এসেছে। আর তাতেই মন খারাপ হতে শুরু হয়েছে প্রত্যেকেরই। অত্যন্ত গ্রামীন এবং দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা কিছুটা শিক্ষা পাচ্ছিল তাও বন্ধের মুখে। এই নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার স্কুল কমিটি এবং অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছে। সেখানেই ফাইনাল সিদ্ধান্ত হবে। যে এই পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়া হবে না বন্ধ থাকবে।