সাগরমেলা, ক্ষুব্ধ কমিটি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাগরমেলা, ক্ষুব্ধ কমিটি!


নিজস্ব সংবাদদাতাঃ কপিলমুনির মন্দিরের ভিতরে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রিত হলেও সাগরমেলা প্রাঙ্গণে ভিড়ের কোনও নিয়ন্ত্রণ নেই বলেই অভিযোগ উঠছে। মাস্ক পরার কড়াকড়ি এবং দূরত্ব-বিধি পালনও বহু ক্ষেত্রে শিকেয় উঠেছে। লেগেই রয়েছে ছোট-বড় জটলা-জমায়েত। সব মিলিয়ে সাগরমেলার প্রস্তুতি দেখে কলকাতা হাই কোর্টের গড়ে দেওয়া দুই সদস্যের কমিটি অসন্তুষ্ট বলেই জানা যাচ্ছে।