/anm-bengali/media/post_banners/ZuIy1sa4AVlBRCpioheF.jpg)
হরি ঘোষ, লাউদোহা : প্রত্যেক দিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সরকার মানুষকে সচেতন করতে নানা বিধিনিষেধ জারি করেছেন। সরকারি দলের নেতাকর্মীরা ইতিমধ্যে করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে নানা কাজে নিযুক্ত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করছেন করোনা সচেতনতামূলক বার্তা, বিলি করছেন মাস্ক। ঠিক তেমনি বৃহস্পতিবার পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় মাস্ক বিলি করলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি। বৃহস্পতিবার লাউদোহায় বসে হাট। তাই হাট ব্যবসায়ী এবং ক্রেতাদের সচেতন করতে একেবারে হাটে গিয়ে সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতনতামূলক বার্তা দিলেন ব্লক সভাপতি। যে সকল ক্রেতা বিক্রেতারা মাস্ক না পরেই হাটে বাজারে ঘুরছেন তাদেরকে সাবধানবাণীর সাথে সাথে মাস্ক পরিয়ে দিলেন ব্লক সভাপতি ও তাঁর কর্মী বৃন্দরা। রাত পোহালেই জয়দেব কেন্দুলি মেলা ,আর এই গ্রামীণ মেলায় লাউদোহা এলাকা থেকে প্রচুর দর্শনার্থী কেন্দুলি মেলায় ভিড় করেন। কিন্তু এবার নানা বিধিনিষেধের কারণে সেভাবে জমায়েত করা যাবে না প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে । ব্লক সভাপতি জানান ,যাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে জয়দেব মেলায় শুধু তারাই প্রবেশাধিকার পাবেন, এমনটাই সরকারি তরফে জানানো হয়েছে। তাই অন্যান্য বছরের মতো জয়দেব মেলায় সেভাবে ভিড় এবছর দেখা যাবে না। এছাড়াও সুজিতবাবু জানান, ফরিদপুর ব্লকে মোট আটটি কেন্দ্র স্থাপন করা হয়েছে যারা কেন্দুলি মেলায় যাবে। এই কেন্দ্রগুলি থেকে জয়দেব কেন্দুলি মেলায় যেতে ইচ্ছুক দর্শনার্থীদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে লাউদোহা ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us