বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!

author-image
Harmeet
New Update
বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর  নগর নিগমের ৪ নম্বর রোরো অফিসের সংলগ্ন বনফুল সরনী রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল বলে অভিযোগ স্থানীয়দের। ২৯ নং ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে স্থানীয় বেশ কয়েকটা বেসরকারি কারখানার বড়ো বড়ো গাড়ির ও চলাচল করে। পাশাপাশি স্থানীয় সগরভাঙা এলাকার মানুষেরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে নিত্যদিন। যাতায়াত চরম সমস্যায় পড়তে হয় স্থানীয়দের বলে অভিযোগ।  ৪ নম্বর বোরো অফিসের সামনে বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর তথা ৪ নম্বর বোরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দাবি, অবিলম্বে এই রাস্তা মেরামতি করতে হবে। এই রাস্তা টোল আদায় করলেও কেন রাস্তা মেরামতি হচ্ছে না উঠছে প্রশ্ন। যতক্ষন না লিখিত কোনো আশ্বাসন পাচ্ছি এই অবরোধ উঠবে না বলে সাফ জানিয়ে দেন স্থানীয়রা।  স্থানীয় কাউন্সিলর তথা ৪ নম্বর বরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি জানান, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে। ২০-২৫ দিনের মধ্যে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হবে। অবশেষে ২ ঘন্টার পর পুলিশের আশ্বাসনে অবরোধ তুলে নেন স্থানীয়রা।