ব্যাঙ্ক বন্ধের নোটিশ জারি কর্তৃপক্ষের!

author-image
Harmeet
New Update
ব্যাঙ্ক বন্ধের নোটিশ জারি কর্তৃপক্ষের!


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহে স্টেট ব্যাঙ্কের শাখা অফিসের সামনে নোটিশ জারি করে ব্যাঙ্ক বন্ধের কথা গ্রাহকদের জানিয়ে দেয় কর্তৃপক্ষ। আপাতত ওই ব্যাঙ্ক স্যানিটাইজ না হওয়া পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছে নোটিশে। সূত্রের খবর, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ৫ জন কর্মীর মধ্যে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। ব্যাঙ্কের ম্যানেজার, ফিল্ড ম্যানেজার সহ আরও এক কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। প্রত্যেকে হোমআইসোলেশনে রয়েছেন বলে খবর। শনিবার সন্ধ্যায় ওই ব্যাঙ্কের ম্যানেজার সহ ৩ জন কর্মীর করোনা সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই রবিবার ব্যাঙ্কের তরফে নোটিশ দিয়ে ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করা হয়।