ভাগ্যোন্নতি ঘটাবে বুধ

author-image
Harmeet
New Update
ভাগ্যোন্নতি ঘটাবে বুধ


নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষে বুধকে গুরুত্বপূর্ণ স্থান প্রদান করা হয়েছে। বর্তমানে এই গ্রহ মকর রাশিতে বিরাজ করছে। আগামী ৬ মার্চ পর্যন্ত এই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। মকর রাশিতে বুধের উপস্থিতি বৃষ, বৃশ্চিক এবং ধনু এই ৩ রাশির জাতকদের ভাগ্যোন্নতি ঘটাবে। প্রায় ২ মাস সুখ-শান্তি থাকবে এই ৩ রাশির জাতকদের জীবনে।