কেন্টাকিতে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, তদন্তে এফএএ ও এনটিএসবি
ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো

মাস্কহীনদের সাইকেলের হাওয়া খুললেন পৌরকর্তারা

author-image
Harmeet
New Update
মাস্কহীনদের সাইকেলের হাওয়া খুললেন পৌরকর্তারা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করে জোড়া সাঁড়াশি অভিযান শুরু মেদিনীপুর পৌরসভা ও পুলিশের। শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় অভিযান চালানো হয়। মাস্কহীনদের সাইকেলের চাকার হাওয়া খুললেন পৌরকর্তারা। কনটেইনমেন্ট জোন এলাকায় দোকান বন্ধ করলো পুলিশ। শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে মেদিনীপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সৌমেন খান সহ পৌর আধিকারিকরা মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারগুলিতে অভিযানে বের হয়েছিলেন। বাজারে আসা লোকজন মাস্ক পরছে কিনা, সেগুলো দেখার সাথে সাথে দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। অনেকেই মাস্ক না পরে বাজারে সাইকেলে ইতিউতি ঘুরছিলেন। ক্ষুব্দ পৌরকর্তারা তাদের আটকে সাইকেলের চাকার হাওয়া পর্যন্ত খুলে দিলেন।
 চেয়ারম্যান সৌমেন খান জানান, "সমস্ত বাজারগুলিতে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। মাস্ক সবাই যাতে পরে তাতেও জোর দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত পরিবারগুলোর কাছে শুকনো খাবার সরবরাহ শুরু হয়েছে পৌরসভার উদ্যোগে। অন্যদিকে কোতোয়ালী থানার পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকেই গণ্ডিবদ্ধকরন শুরু হয়েছিল। সামাজিক দূরত্ব যাতে মানা হয় সে জন্য বিভিন্ন বাজারে দোকানের সামনে গণ্ডি তৈরি করেছে পুলিশ। মাইক্রো কনটেইনমেন্ট জোন এলাকায় অনেক খোলা দোকান পুলিশ গিয়ে বন্ধ করে।"