দুর্গাপুরে স্কুল পড়ুয়াদের কোভিড টিকাদান শুরু হলো

author-image
Harmeet
New Update
দুর্গাপুরে স্কুল পড়ুয়াদের কোভিড টিকাদান শুরু হলো

হরি ঘোষ, দুর্গাপুরঃ  বৃহস্পতিবার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের ভ্যাকসিন প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জি, শিক্ষক নুরুল হক এবং প্রধান শিক্ষক কলিমুল হক। জানানো হয় ২৫০০ জন পড়ুয়া এই ভ্যাকসিন নেওয়ার জন্য সক্ষম।  এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া ৭ থেকে ৮ দিন ধরে চলবে বলে জানানো হয়। প্রতিদিন ৩০০ জন পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডাক্তার দ্বারা ভ্যাকসিন দেওয়া হয় এদিন। প্রধান শিক্ষক আরও জানান আগামী ২৮ দিন পর থেকে আবার ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের থেকে।