/anm-bengali/media/post_banners/kqMcKDpZuMyAGdusK7H6.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের। এ ঘটনায় আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। সূত্রে খবর, গত দু দিন আগে জঙ্গলমহলে ছেলেরা গিয়ে বিজনের ভারতীতে সরোজ খানসহ আরেক জনকে মারধর করে, ভাঙচুর করা হয় বাইক। অপরদিকে তারপরই দেবাশীষ রেজ নামে এডিসন রোডের বাসিন্দার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। বাড়িতে ঢুকে দেবাশীষ বাবুকে মারধর করা হয়। তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে। দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল দেবাশীষ বাবুর ছেলে সৌরভ রেজকে, এমনকি বাড়ির মহিলা সদস্যদেরও মারধরের অভিযোগ উঠেছে, শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। দেবাশীষ বাবুর অভিযোগ দেবাংশু রায় এবং সমীর খানের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়। তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। তিন রাউন্ড গুলিও ছোড়া হয় ফাঁকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় দেবাশীষ বাবুকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে। দুই পক্ষের তিনজন আহত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us