নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষশাস্ত্রে যে ১২ রাশির উল্লেখ পাওয়া যায়, তার প্রতিটিতে পৃথক পৃথক গ্রহের আধিপত্য থাকে। জ্যোতিষে এই ১২টি রাশিকে চর, অচর ও দ্বিস্বভাব—এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। পাশাপাশি এই রাশির ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কেও জানা যায়। জ্যোতিষশাস্ত্র মতে কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মীন এই ৪ রাশির জাতকরা বহুমুখী প্রতিভার অধিকারী হন। একসঙ্গে একাধিক কাজ করতে পারদর্শী হন তাঁরা।