জিম বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মালিকদের

author-image
Harmeet
New Update
জিম বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মালিকদের

হরি ঘোষ, দুর্গাপুর : রাজ্য লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও নানা জায়গায় মেলা এবং অন্যান্য অনুষ্ঠান চলছে স্বমহিমায়। ফলে লোকসমাগম বাড়ছে। সমক্রমণের আশঙ্কা বাড়ছে। অথচ সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হচ্ছে জিমগুলি, যেখানে সাধারণ মানুষ শরীরচর্চা করে।

জিম বন্ধের প্রতিবাদে এবার সোচ্চার হলেন দুর্গাপুর মহকুমা জিম মালিকরা। মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় জিম মালিকরা। তাদের দাবি, বিভিন্ন মেলা অনুষ্ঠান বা রেস্তোরাঁ খোলা থাকলেও জিম বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন মালিকরা। তাই জিম খোলা রাখার দাবি জানিয়ে এস ডি এম এর কাছে ডেপুটেশন দিলেন জিম মালিকেরা। তাদের দাবি, রেস্তোঁরা যেখানে খোলা রয়েছে সেখানে জিম কেন বন্ধ থাকবে? জিমে সব ধরনের মানুষেরা শারীরিক কসরতের জন্য আসেন। দুর্গাপুরে শতাধিক জিম রয়েছে এবং তা থেকে বহু মানুষের সংসার চলে। জিম বন্ধ হলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং ফাইন্যান্সের টাকা মেটাতে সমস্যায় পড়বেন। যদি কোনো সুরাহা না হয় নিজেরাই জিম খুলতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।