সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচের সেরা কেএল রাহুল

author-image
Harmeet
New Update
সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচের সেরা কেএল রাহুল

নিজস্ব সংবাদদাতাঃ দেশের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া এসেছে দক্ষিণ আফ্রিকা সফরে। ২৯ বছরের টেস্ট সিরিজ জয়ের খরা বিরাট কোহলির ভারতই কাটাতে পারে। এমনটাই বলছে ক্রিকেটমহলের অনেকে। বক্সিং ডে টেস্টের দিন ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দ্বিতীয় দিন বৃষ্টি না হলে পঞ্চম দিন অবধি হয়তো গড়াত না ম্যাচ। তিন ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ এগিয়ে ভারত। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন, ভারতীয় ওপেনার ও সহ-অধিনায়ক কেএল রাহুল। সেঞ্চুরিয়নে তাঁর ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি (প্রথম ইনিংসে-১২৩, দ্বিতীয় ইনিংসে-২৩)। ম্যাচের শেষে লোকেশ রাহুল বলেন, “দলের হয়ে আমি ভালো শুরু করার জন্য, শুধুমাত্র একটা দৃঢ় সংকল্প করেছিলাম। ভালোভাবে ওপেনিং করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার মানসিকতাতে পরিবর্তন এনেছি। আমি নিজের টেকনিক নিয়ে আরও কাজ করে চলেছি। আমি যখন কয়েক বছর দলের বাইরে ছিলাম, তখন আমি সত্য়িই কঠোর পরিশ্রম করেছি। এখন তারই ফল একসঙ্গে পাচ্ছি। আমি মনে করি এক্ষেত্রে শৃঙ্খলারই সব থেকে বড় অবদান রয়েছে। এটা সিরিজের প্রথম খেলা, আমরা এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যেতে চাই এবং কয়েকদিনের মধ্যে আরেকটি টেস্ট জিততে চাই।”