নিজস্ব সংবাদদাতাঃ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অত্যন্ত শুভ মনে করা হয়। পঞ্জিকা মতে, আজ অর্থাৎ বৃহস্পতিবার (৩০ তারিখে) পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী পালিত হবে। মনে করা হয় এদিন উপবাস রাখলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। এই একাদশীকে সফলা একাদশী বলা হয়। এটি বছরের শেষ একাদশী। একাদশী তিথি শুরু- ২৯ ডিসেম্বর দুপুর ৪টে ১৫ মিনিটে। একাদশী তিথি সমাপ্ত- ৩০ ডিসেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে।