ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো
তানজানিয়ায় সহিংসতার পর আংশিকভাবে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ

দিগ্বিজয় মাহালী, ডেবরা : এবার পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ। এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ডেবরায়। কদিন আগেই বাঁকুড়া জেলায় বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে একসঙ্গে চার বিধায়ক লেফট হয়েছিলেন। তা নিয়ে রাজ্য জুড়ে জোর চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। এবার পঞ্চায়েত সমিতির গ্রুপ  থেকে লেফট হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও এক কর্মাধ্যক্ষ। যা নিয়ে রিতীমতো গুঞ্জন শুরু হয়েছে ডেবরায়। গতকালই ডেবরা পঞ্চায়েত সমিতির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে পর পর লেফট হন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া এবং পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা অলোক আচার্য। বিজেপির চার বিধায়ক তাদের দলীয় গ্রুপ থেকে বেরোনোর পরই গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ লেফট হয়েছেন। মূলত ডেবরা ব্লকের উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সরকারি আলাচনা ও নির্দেশের জন্য এই গুরুত্বপূর্ণ গ্রুপ তৈরি করা হয়েছে। রয়েছেন বিডিও, জয়েন্ট বিডিও সহ ব্লক জুড়ে সমস্ত আধিকারিকরা রয়েছেন। কিন্তু কেন তারা গ্রুপ ছাড়লেন, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ডেবরার রাজনৈতিক মহলে। তবে এব্যাপারে পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য জানান, "ওই গ্রুপে বহিরাগত কয়েকজন প্রবেশ করেছে। তাই আমরা লেফ্ট হয়েছি। আরো অনেকে লেফ্ট হয়ে যাবে।"