ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার এক শিশু

author-image
Harmeet
New Update
ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার এক শিশু

হরি ঘোষ, দুর্গাপুরঃ  দুর্গাপুরের গুরুদুয়ারা এলাকা থেকে এক বাচ্চা কাকা কাকিমাদের বাড়ি থেকে শনিবার সকালে বেরিয়ে যায়। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই বাচ্চাটিকে । দুর্গাপুর গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ ওই বাচ্চাটিকে উদ্ধার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক জানান, গান্ধী মোড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল বাচ্চাটি। ট্রাফিক পুলিশের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করে এবং জানতে পারে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ওই বাচ্চাটাকে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই বাচ্চাকে পরিবারের হাতে ফিরিয়ে দেয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর তৎপরতায় খুশি দুর্গাপুরবাসী।