New Update
/anm-bengali/media/post_banners/ACjpREltyCFm5cKnutKn.jpg)
হরি ঘোষ,দুর্গাপুর:দুর্গাপুর নগর নিগমের ১নম্বর ওয়ার্ডের অন্তর্গত,বসুন্ধরা হার্বালপার্ক এলাকায় ক্ষতবিক্ষত অবস্থায় একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। পুলিশ সূত্রে খবর মৃত ওই মহিলার নাম শোভারানী দাস (৪০)। পরিবার সূত্রে খবর মৃত ওই মহিলা একটি বেআইনি মাইক্রো ফাইনান্স কোম্পানি চালাতেন এলাকায়। সেই সূত্রে বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি যুবক সোনু সিং এর সাথে তার ব্যবসায়িক দন্ধ চলছিল। তা নিয়ে মাসখানেক আগে থানায় অভিযোগ জানানো হয়। গতকাল বাড়ি থেকে বিকেলবেলায় বেরোনোর পর আর বাড়ি ফেরেনি। এরপরই আজ সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় । অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলা দুর্গাপুরের ১৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেনাচিটির নতুনপল্লীর বাসিন্দা ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us