New Update
/anm-bengali/media/post_banners/Uk7k3cye5xYZZgf7GXWD.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুরে। উপস্থিত ছিলেন দুর্গাপুরের ACP ট্রাফিক তুহিন চৌধুরী সহ ট্রাফিক আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর মানস রায়। সকল মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় । একটি মিছিলের আয়োজন করা হয়। হেলমেট পড়ে বাইক চালানো ও ট্রাফিক আইন মেনে চলার কথা জানানো হয়। সিটি সেন্টার জুড়ে এই মিছিল করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us