একাধিক দাবি নিয়ে বিক্ষোভ CITU'র

author-image
Harmeet
New Update
একাধিক দাবি নিয়ে বিক্ষোভ CITU'র

হরি ঘোষ, দুর্গাপুরঃ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবং একাধিক অভিযোগকে সামনে রেখে বাম শ্রমিক সংগঠন CITU ধর্মঘটের ডাক দিয়েছে বৃহস্পতিবার। দুর্গাপুর ইস্পাত কারখানায় যাতে করে ধর্মঘটের প্রভাব না পড়ে আগে থেকেই পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একাধিক দাবি-দাওয়া কে সামনে রেখে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে বাম শ্রমিক সংগঠন CITU-র ডাকা ধর্মঘটের বিরোধিতা করে। তৃণমূল শ্রমিক সংগঠনের দাবী অবিলম্বে সকল শ্রমিকদের সঠিক সুযোগ-সুবিধা দিতে হবে, তিন বছরের সুবিধা দিতে হবে, অবিলম্বে উন্মুক্ত বেতন চুক্তি চালু করতে হবে কি ছাড়াও একাধিক দাবি-দাওয়াকে সামনে রেখে তারা বিক্ষোভ করেন। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না বলে তাদের অভিযোগ। দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরের সম্পত্তি একের পর এক বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কাল স্টিল প্লান্ট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তাদের। আর অন্যদিকে প্রতিবাদ করতে গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদন বন্ধ করার চেষ্টা করছে বাম শ্রমিক সংগঠন। উৎপাদন বন্ধ করে প্রতিবাদ তারা কোনোভাবেই সমর্থন করবে না বলেও তৃণমূলের শ্রমিক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে। অহিংস কৃষক আন্দোলন করেছিল দেশজুড়ে, কালা কৃষি আইন বাতিলের দাবিতে মাথা নত করে ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহিংস ভাবেই তারা দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তিগুলো কেও বাঁচানোর জন্য আন্দোলন চালাবেন সকলে। দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি জয়ন্ত রক্ষিত দাবি করেন সারাদেশের শ্রমিক সংগঠন যদি এক জায়গায় হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীকেও মাথা নত করতে হবে।