নিজস্ব সংবাদদাতাঃ ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে বিয়েবাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌরে। হামলা করা যুবকরা হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্য বলে দাবি স্থানীয়দের। সূত্রের খবর, ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতেরা কোন সংগঠনের সদস্য সে ব্যাপার কিছু জানায়নি পুলিশ।