New Update
/anm-bengali/media/post_banners/0TVLKvVHSPNdcZj4An5h.jpg)
হরি ঘোষ,দুর্গাপুরঃ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে হিন্দি স্কুল ও কলেজের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষাকাদের নিয়ে একটি সভা হয় রবিবার। উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক তথা রাজ্য হিন্দি একাডেমির চেয়ারপার্সেন বিবেক গুপ্তা, উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুরমাতা ধৃতি ব্যানার্জী জালান , তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল সহ তৃণমূল নেতৃত্ব। হিন্দি একাডেমির চেয়ারপার্সেন বিবেক গুপ্তা হিন্দি স্কুলের শিক্ষকদের কাছে সমস্যার কথা শুনেন এবং সমাধান করার আশ্বাস দেন। তিনি বলেন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বহু হিন্দি স্কুল গড়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us